 আওয়ার ইসলাম: ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে আরবিতে কথা বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে 'ইউটিউব তারকা' আদম সালেহ ও তার বন্ধু স্লিম আলবাহেরকে।
আওয়ার ইসলাম: ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে আরবিতে কথা বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে 'ইউটিউব তারকা' আদম সালেহ ও তার বন্ধু স্লিম আলবাহেরকে।
বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ কাণ্ড ঘটেছে।
সালেহ জানান,ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সবসময় তিনি মায়ের সঙ্গে কথা বলেন। আরবি ছাড়া অন্য কোন ভাষায় তার মা কথা বলতে পারেন না। মাত্র ৩০ সেকেন্ড কথা হয়েছিল তার মায়ের সঙ্গে। বিমানে একজন নারীসহ কয়েকজন যাত্রী আরবিতে কথা শোনার পর 'অস্বস্তি' প্রকাশ করলে তাকে তার বন্ধুসহ বিমান থেকে নামিয়ে দেয়া হয়।
নিউ ইয়র্কের বাসিন্দা সালেহ তার বন্ধু স্লিম আলবাহেরের সঙ্গে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন।
জানা যায়, ইউটিউবে মজার সব ভিডিও দিয়ে তারকা বনে গেছেন সালেহ। তার রয়েছে ১৬ লাখ অনুসারী। আর নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওতে দেখা যায়, সালেহ এবং তার বন্ধুকে ডেল্টা এয়ারলাইন্সের ওই ফ্লাইটের কর্মীরা বিমান থেকে নামিয়ে দিচ্ছে।
এই ঘটনায় বর্ণবাদের অভিযোগে টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার (#boycottDelta) ঝড় ওঠেছে।
আরআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        