শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

হবিগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indexআওয়ার ইসলাম : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মা, তার অন্তঃসত্ত্বা মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন নিহত মায়ের দেবরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের বীরসিংহপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, ওই এলাকার সৌদি আরব প্রবাসী গিয়াসউদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০), তাঁর  অন্তঃসত্ত্বা মেয়ে শারমিন আকতার (২৩) ও প্রতিবেশী শিমুল মিয়া (২৫)। এ ঘটনায় নিহত জাহানারার আহত ছেলে সুজাত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মঘর গ্রামটি ভারতের সীমান্তবর্তী এলাকা। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতাদির হোসেন জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

স্থানীয় লোকজন আরো জানায়, দেবর তাহের উদ্দিনের (৩২) সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল জাহানারার। আজ রাতে দুজনের মধ্যে কথা কটাকাটি হয়। একপর্যায়ে তাহের উদ্দিন দা নিয়ে জাহানারাকে কোপাতে থাকে। চিৎকার শুনে তাঁর মেয়ে শারমিন, ছেলে সুজাত মিয়া ও প্রতিবেশী শিমুল মিয়া তাঁকে রক্ষায় এগিয়ে আসেন। তাহের তাঁদের ওপরও হামলা চালায়।

চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সুজাতকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। তাহের উদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ