শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khan_jamiotমোস্তফা ওয়াদুদ: বিশেষ প্রতিনিধিআওয়ার ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, মাওলানা মুহিউদ্দীন খান রহ. ছিলেন একজন বিদগ্ধ রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবক। সাংবাদিকতায় সত্য প্রকাশে যেমন তিনি ছিলেন আপোষহীন, দেশ প্রেমেও তিনি ছিলেন অগ্র সৈনিক। মাসিক মদীনার মাধ্যমে সাংবাদিকতা জগতে তাঁর অবদান মুসলিম উম্মাহ আজীবন স্মরণ করবে। কুরআনের খেদমতে তাফসীরে মা'রিফুল কুরআনের অনুবাদ অনাগত প্রজম্মের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে।

আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর অবদান শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে নূর হোসেন কাসেমী উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, কওমী মাদরাসাগুলো তার স্বকীয়তা বজায় রেখে জাতীর যে খেদমাত করে আসছে অন্য কোনো শিক্ষা ব্যবস্থায় তা আদৌ সম্ভব নয়। নিবন্ধনের নামে একটি চিহ্নিত মহল কওমী মাদরাসাগুলো ধ্বংসের পায়তারা করছে। এদেশের তাওহীদি জনতা কওমী মাদরাসা ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজুদ্দীন আহমেদ বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাদের কাজ জাতিকে কিছু দেয়া। জাতীর কাছ থেকে কিছু পাওয়া তাঁদের উদ্দেশ্য থাকে না। মাসিক মদীনা সম্পাদক আল্লামা মুহিউদ্দীন খান রহ. তাঁদেরই একজন। রাজনৈতিক সামাজিক, জনসেবাসহ সমাজের সকল ক্ষেত্রে তাঁর অবদান চোখে পড়ার মতো। তিনি চলে গেছেন। এখন তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে।

সেমিনারে সভাপতির বক্তব্যে জমিয়তের নির্বাহী সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাস বলেন, মানুষ চলে গেলে তাঁর অপরিহার্যতা অনুভূত হয়। মুহিউদ্দীন খান রহ. এর ইন্তেকালে মুসলিম উম্মাহর যে অফুরন্ত ক্ষতিসাধন হয়েছে তা পূরণীয় নয়। তিনি দেশের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।

স্বাগত বক্তব্যে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, আজীবন জমিয়তের কাণ্ডারী মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আজকের জাতীয় এ সেমিনার আয়োজন করতে পেরে জাতির প্রতি তাঁর রেখে যাওয়া অবদানের সামান্য ঋণ পরিশোধ করতে পারছি বলে মনে করছি। বর্ষিয়ান রাজনীতিবিদ, কিংবদন্তি সাংবাদিক, আপোষহীন দেশপ্রেমিক হিসেবে খান রহ. এর অবদান জমিয়তে উলামায়ে ইসলামসহ সকল রাজনৈতিক ও দেশপ্রেমিক জনতা কখনো ভুলতে পারবে না।

khan_jami

জমিয়তের যুগ্ম মহাসচিব সাবেক এমপি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি মাওলানা মোস্তফা আজাদ, জামিয়া মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করীম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সাইফুদ্দিন মানিক, জহিরুল হক ভূঁইয়া, মোস্তফা মুঈনুদ্দীন খান, ড. ঈসা শাহেদী, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা তোফাজ্জল হক আজীজ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করীম, মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা আব্দুল বশির, মাওলানা আব্দুল কুদ্দুস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আতীকুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক ওয়ালী উল্লাহ আরমান, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, যুব জমিয়তের সভাপতি মাওলানা শরফুদ্দিন ইয়াহইয়া কাসেমী, ছাত্র জমিয়তের সভাপতি মুফতি নাসিরুদ্দিন খান, প্রবাসী নেতা মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমান চৌধূরী, মাওলানা আখতার হোসাইন, যু্ব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মুফতি আল আমীন কাসেমী, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, যুব জমিয়ত ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফী, সাধারণ সম্পাদক তোফায়েল গাজালি, যুব নেতা আব্দুর রাজ্জাক, ফয়সাল আহমেদ, ঢাকা মহানগর সভাপতি বোরহানুদ্দীন, ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, চৌধূরী নাসিরুদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ ইসলামপুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মঈনুদ্দিন ও নিজ উদ্দিন আল আদনানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ