বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

‌‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব মরার উপর খড়ার ঘাঁ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaniনিজস্ব প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশবাসী রুখে দাড়াবে। গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে মাত্র ৬ মাস আগে। তাও আবার একসাথে ২৫০ টাকা চুলপ্রতি বৃদ্ধি করার পর ৬ মাসের মাথায় গ্যাসের মূল্য বৃদ্ধি করলে দেশবাসী রুখে দাড়াবে।

সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে সাদারাত (প্রেসিডিয়াম) এর সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে ভয়াবহ বন্যা চলছে। দেশের অধিকাংশ জেলা বন্যা কবলিত। মানুষ বাঁচার জন্য হাহাকার করছে। দেশ এক ভয়াবহ দূরাবস্থার মধ্য দিয়ে এগুচ্ছে। সর্বত্র মানুষ যখন ভয় ও আতঙ্কে অতিবাহিত করছে অপরদিকে দেশের অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে, ঠিক সেই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব মরার উপর খড়ার ঘাঁ অবস্থা। তিনি বলেন, সরকারের বিভিন্ন দুর্নীতিকে আড়াল করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাব। সর্বত্র লুট ও দুর্নীতির ফলে দেশ ক্রমেই তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, আলহাজ্ব ডা. মুখতার হুসাইন ও মাওলানা আবু জাফর আহমদ উল্লাহ, যুগ্ম মহাসচিব, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মু. নূরুল ইসলাম আল-আমিন,জিএম রুহুল আমিন, আজিজুল হক, হাসিবুল ইসলাম, আ হ ম আলাউদ্দিন, কাওছার আহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ