বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

পুরো ৮১ মিলিয়ন ফেরত পাবে বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaডেস্ক নিউজ : রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাংলাদেশের কাছে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। শুক্রবার ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ এ কথা জানিয়েছেন।

ম্যানিলায় সাংবাদিকদের গোমেজ বলেন, ‘আমরা পুরো ৮১ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার বিষয়ে খুবই আশাবাদী। কারণ আমি প্রেসিডেন্টের নিজের কাছ থেকেই প্রতিশ্রুতি পেয়েছি।’
এদিকে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে, চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তারা। তবে তারা বলছেন, তারা সর্বমোট অর্থের মধ্যে কেবলমাত্র ১৫ মিলিয়ন ডলার পেতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংককে (আরসিবিসি) ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটি জড়িত থাকায় এ জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে।

আরসিবিসি বলেছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা (১ বিলিয়ন পেসো) কিস্তিতে পরিশোধ করবে। দুই কিস্তিতে ৫০০ মিলিয়ন পেসো করে পরিশোধ করার কথা জানিয়েছে।

গত ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখে অজ্ঞাত হ্যাকাররা বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। কিন্তু তারা ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করতে সক্ষম হয়। পরে তা ক্যাসিনো শিল্পে স্থানান্তর করা হয়। এর মধ্যে দেশটিতে ১৮ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। যা এখনও ফেরত পায়নি বাংলাদেশ। সূত্র : রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ