শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

ইসলামী আন্দোলনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_andolon

আওয়ার ইসলাম: বন্যায় দূর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষ ভাসছে। এসকল মানুষ সাহায্যের অভাবে চরম মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার পর্যাপ্ত সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারেনি। ফলে পানিবন্দি মানুষ বাঁচার তাগিদে হাহাকার করছে। বন্যায় দূর্গতদের সাহ্যাযার্থে ইসলামী আন্দোলনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে আহ্বায়ক এবং সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফীকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

২ আগস্ট বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার জরুরি সভায় সভাপতিত্ব করেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব- অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহ প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ, সহ-অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার, প্রিন্সিপাল মাওলানা মকবুল হোসাইন, মাওলানা আতাউর রহমান আরেফী, প্রিন্সিপাল মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ্ব নাজিম উদ্দিন, মু. বরকত উল্লাহ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, মাাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

সভায় দূর্গত এলাকায় জরুরী ভিত্তিতে নেতাকর্মীদের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানানো হয়। বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কল্যাণ তহবিলে দান করার সুযোগ রয়েছে। দেশের বিত্তবানসহ সর্বস্তরের জনতা এবং দলীয় নেতাকর্মীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সাহায্য পাঠানোর ঠিকানা: ৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার (৩য়তলা), ঢাকা-১০০০।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ