বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ইসলামি আন্দোলনের কর্মীদের প্রতি আমীরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shaheb

আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেল পাশে দাঁড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরকার ও বিত্তবানদের পাশাপাশি দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। সারাদেশে বন্যায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজেদের যুক্ত করে বলেছেন।

১ আগস্ট এক বিবৃতিতে চরমোনাই পীর দেশব্যাপী প্রচণ্ড বর্ষণে সৃষ্ট বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষ ভাসছে। এসকল মানুষ সাহায্যের অভাবে চরম মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার পর্যাপ্ত সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারছে না। ফলে বানভাসী লাখ লাখ মানুষ বাঁচার তাগিদে হাহাকার করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভারতের সকল নদীর মুখ খুলে দেয়ার ফলে দেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বন্যায় যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য সাহায্য পাঠানোর বড় দায়িত্ব সরকারের। কাজেই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য আমি সকল স্বেচ্ছাসেবী সংস্থা, ধনী ও দানশীল ব্যক্তি এবং বিশেষভাবে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ