বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়- ধর্ম উপদেষ্টান ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’

ইসলামি আন্দোলনের কর্মীদের প্রতি আমীরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shaheb

আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেল পাশে দাঁড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরকার ও বিত্তবানদের পাশাপাশি দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। সারাদেশে বন্যায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজেদের যুক্ত করে বলেছেন।

১ আগস্ট এক বিবৃতিতে চরমোনাই পীর দেশব্যাপী প্রচণ্ড বর্ষণে সৃষ্ট বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষ ভাসছে। এসকল মানুষ সাহায্যের অভাবে চরম মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার পর্যাপ্ত সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারছে না। ফলে বানভাসী লাখ লাখ মানুষ বাঁচার তাগিদে হাহাকার করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভারতের সকল নদীর মুখ খুলে দেয়ার ফলে দেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বন্যায় যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদের দ্রুত উদ্ধার, তাদের জন্য খাদ্য এবং অসুস্থদের চিকিৎসা, গৃহহীনদের জন্য সাহায্য পাঠানোর বড় দায়িত্ব সরকারের। কাজেই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সাহায্য পাঠানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য আমি সকল স্বেচ্ছাসেবী সংস্থা, ধনী ও দানশীল ব্যক্তি এবং বিশেষভাবে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ