fbpx
           
       
           
       
সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত; বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আগস্ট ০১, ২০১৬ ১২:২৭ অপরাহ্ণ

kubi

আওয়ার ইসলাম: ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে এক নেতা নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বড় ধরনের ঘটনার শঙ্কায় কর্তৃপক্ষ  অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার দিবাগত রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ছাত্রদের বেলা ১১টা এবং ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়।

এ সময় খালেদ সাইফুল্লাহ (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন। ওই ঘটনায় আহত হয় পাঁচজন।

আরআর

সর্বশেষ সব সংবাদ