বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়- ধর্ম উপদেষ্টান ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’

ঝিনাইদহের মেস মালিক ও ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jinaida55আওয়ার ইসলাম: গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় সম্পৃক্ততার সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র‌্যাব) ঝিনাইদহের সোনালীপাড়ার জঙ্গি নিবরাসের আস্তানার মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাওসার আলী ও পাশের মসজিদের ইমাম রোকনুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুজনকে মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার  ভোরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কে এলোমেলা ঘোরাফেরার সময় র‌্যাব তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ঝিনাইদহ থানা পুলিশের হাতে সোপর্দ করে।

গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিব্রাসের পরিচয় বেরিয়ে আসে। সেই সূত্র ধরেই ঝিনাইদহের স্থানীয় লোকজন নিবরাস ইসলামকে শনাক্ত করে। তারা তখন জানায়, জঙ্গি নিব্রাস ইসলাম কাওছার আলীর বাড়িতে চার মাস ভাড়া ছিল। তার সঙ্গে ছিল আরো সাতজন। নিবরাস সেখানে ‘সাঈদ’ নাম নিয়ে থাকত। স্থানীয়দের সে বলেছিল, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সেখানে এসেছে। স্থানীয় শিশুদের সঙ্গে সে খেলাধুলাও করত।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে শহরের পাগলাকানাই এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে কাওসার আলী ও পার্শ্ববর্তী মসজিদের ইমাম রোকনুজ্জামানকে আটক করা হয়।

আটককৃতরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সাথে সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহে তাদেরকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেপ্তারকৃতদের ৬ জুলাই রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী পরিচয়ে আটক করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের অন্যান্য সংস্থার লোকজন যদি তাদের গ্রেপ্তার করে সে ব্যাপারে আমি বলতে পারবো না।’ নিবরাস ও আবির ঝিনাইদহে ছিল এ বিষয়টি পুলিশ এতোদিন অস্বীকার করে আসছিল। তবে দু’জন ওই মেসে ছিল সে বিষয়টি গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন বলে জানান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ