মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


শোলাকিয়া নিয়ে মন্তব্য করতে চান না শাহরুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sahrukডেস্ক নিউজ : ঈদের দিন শোলাকিয়ায় বোমা হামলার ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি বলিউড তারকা শাহরুখ খান। ঈদের দিন মুম্বাইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ঈদ উদযাপন করতে চাই, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনা।’
তিনি বলেন, ‘গত বছর আমার জন্মদিনে আমি খুবই সাধারণ একটি কথা বলেছিলাম। কিন্তু এটা বিরাট এক ইস্যু হয়ে দাঁড়ায়। এ কারণে আমি আমার জন্মদিনও উদযাপন করতে পারিনি। এবার আমি কোনো বিতর্কে জড়াতে চাইনা।’

শোলাকিয়ায় বাংলাদেশের বৃহত্তম ঈদ জামাতে জঙ্গি হামলায় ৪ জন নিহত হয়। যাদের মধ্যে দুইজন পুলিশ ও একজন হিন্দু নারী। এই হামলা সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বলিউড বাদশা। শান্তিপূর্ণভাবে ঈদ কাটাতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। কারণ আমি জানি না আমার মন্তব্য আসলে কিভাবে নেয়া হবে।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি দেশবাসীকে শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা জানাই। তারা তাদের কাজ দিয়ে দেশের নাম উজ্জ্বল করুক। যেমনটা একজন অভিনেতা হিসেবে আমি করতে চেষ্টা করি। একইভাবে নভোচারী, সচিবরা, পুলিশ, ব্যবসায়ী সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে আমি এমনটাই প্রত্যাশা করি।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ