মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


‘তরুণরা ইসলাম বুঝুক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahid_942612358_165790 (2) copyআওয়ার ইসলাম ডেস্ক : তরুণদের বিপথগামিতা রোধে আলেম ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ইসলাম যে শান্তির পথ সেটা প্রচার করুন, ছেলেমেয়েরা যেন ইসলামের কথা বোঝে। আমরা চাই আামাদের ছেলেমেয়েদের ভালোবাসা দিয়ে স্নেহ-মমতা দিয়ে আকৃষ্ট করে ভালো পথে চালিত করতে।’

গতকাল রোববার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থী ১০ দিন বা তারও বেশি অনুপস্থিত থাকলে তার পরিচয় মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের দিকেও খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

সম্প্রতি জঙ্গিবাদে জড়ানো ছাত্রদের পরিচয় প্রকাশিত হলে দেখা যায় তাদের সবাই ঢাকার বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ