বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

জমকালো রিয়েলিটি শো 'আলোকিত জ্ঞানী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

555মনোয়ার হোসেন : সারি সারি গাড়ির মাঝ দিযে নিরাপত্তারক্ষীদের দায়ীত্ব পালনে সহযোগিতা করে ছোট্র একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ওহ আল্লাহ! এ যে আরেক দুনিয়া! সত্যিই এটি ভিন্ন আরেক টুকরো জগত যা আমার দেখা হয় নি কখনো। বলছিলাম চ্যানেল নাইনের স্টুডিও'র কথা। বিল্ডিংয়ের নিচে সংরক্ষিত ঘরে সম্পূর্ণ নতুন একটি দুনিয়া। পরিকল্পিত লাইটিং। চারপাশ আঁধার কেটে শুভ্র আলোর ঝর্না। নিজের কালারটাই ওখানকার আলোতে আলোকিত। কালো কাপড় ফুরে ফুরে আলোর বাতি। দারুন এক পরিবেশ!
.
‌‌'আলোকিত জ্ঞানী' ২০১৬'র গ্রেট রিয়েলিটি শো চ্যানেল নাইনের সে স্টুডিওতে। ইলম বা জ্ঞানকে ভিত্তি করে এ শো-গেল সালে সফলতার সাথে সম্পন্ন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবারও সকল অনুষ্ঠান রেকর্ড হয়েছে সফলতার সাথে। ব্যস্ততার কারণে তাদের বিশেষজ্ঞ প্যানেলে অংশগ্রহণ করতে পারি নি। ফাইনাল রাউন্ডে অতিথি হিশেবে অংশগ্রহণ করে বিস্মিত হয়েছি। প্রাউড ফিল করেছি। গর্বিত হওয়ার যথেষ্ট উপকরণও আছে।
.
প্রডিউসার ফাইভ থেকে জিরো কল করার সঙ্গে সঙ্গে শত শত লাইট এক সাথে অন হয়ে গেল। আলোর বন্যায় প্লাবিত হলো গ্যালারী। জোসনাময় আলোতে ভেসে এসে দর্শকদের সামনে দাঁড়ালো এক রহস্যময় ব্যক্তি! সদা হাস্যজ্জল, জাদুকরি ভাষায় উপস্থাপক, প্রশস্ত হৃদয়ের বাহক Abu Tahjib হাফেয সাইফুল ইসলাম ভাই। মনে হলো সকল আঁধার ভেদ করে তিনি নেমে এলেন মর্ত্যে! বিস্মিত দর্শক সারির গুণিজনেরা। আপ্লুত প্রতিযোগিরা।
.
এমন প্রাণবন্ত সফল একটি প্রগ্রাম যার কলাকুশলি, পরিকল্পনাগ্রহণকারী,উপস্থাপক, প্রতিযোগী সবাই সব্বই হুজুর!! বড় বড় আলেম। হুজুরদের কথায় সব কলাকুশলীরা যখন কাজ আঞ্জাম দিয়ে চলেছে, কোথায় কোন ঘাটতি কাছে হাত ধরে ধরে সেগুলো বাস্তবায়ন করে দিচ্ছে তখন আমার কী যে ভালো লেগেছে!
.
দর্শক গ্যালারীতে সকলের ভীর উপেক্ষা করে কিছু উজ্জল চেহারা প্রতিভাত হয়েছে, তারা কওমী অঙ্গনের আলোকিত মুখ।আয়োজকদের পৃষ্ঠপোষক ও কাছের মানুষ হিশেবেও আমরা তরুন কওমী আলেমদের দেখেছি। স্টেজ, পরিচালনা, ম্যানেজমেন্টে এই ঘরানার আলেমদের সরব উপস্থিতি আমাকে উচ্ছসিত করেছে। পাশাপাশি সক্ষমতার তুলনায় তাদের একটিভিটিসের পার্সেন্টিজ হতাশার দিকটাও প্রকট ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। Miraj Rahman Ali HasanTaib Mufti Anaetullahহুমায়ুন আইয়ুব রোকন রাইয়ান স্টেজসহ অনেক ক্ষেত্রে তাদের পদাচারণা বহাল রেখে কওমী ঘরানার উপস্থিতি ভালোভাবেই জানান দিয়েছে। তাদের সফলতা কামনা করছি।
.
দর্শক গ্যালারীতে আরো দেশ বরেণ্য শিক্ষাবিদ, ব্যাঙ্কার, শিল্পপতি, সাংবাদিক,মিডিয়া মালিক কত যে গুণীজন! মাইক্রোফোনে একের পর এক প্রশংসার বাণী বর্ষণ করে আয়োজকদের সিক্ত করে চলেছেন । সবাই সফলতা কামনার পাশাপাশি নিজেদেরকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ঘোষণা করছে। আমরাও জ্ঞান ভিত্তিক এই অনুষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। বৈরী সাংস্কৃতিক জগতে আলোকিত জ্ঞানীর সদস্যরা আলো দিয়ে আঁধার টুটে দিক এই কামনায়। আল্লাহুম্মা আমীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ