শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
৭০ বছর ধরে প্রতিদিন আল-আকসায় নামাজ পড়ছেন ফিলিস্তিনি বৃদ্ধা সুযোগ পেলে জামায়াত শোষণ-বঞ্চনামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে: আজহার গাজায় দুই বছর পর খুললো ঐতিহাসিক সায়েদ আল-হাশিম মসজিদ জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা রামুতে নবীন আলেম ও মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ ময়মনসিংহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পথসভা মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ  পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে আফগানিস্তানে নিহত ৪০ জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাজপথে নামা লজ্জাজনক :জামায়াত আমির সিলেটে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’ আজ

মেয়াদের তিন মাস আগেই হবে সিটি নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়াদ শেষের তিন মাস আগেই সিটি নির্বাচন হবে বলে এমন পথেই এগোচ্ছে সরকার। আগে ছয় মাস আগে নির্বাচন করতে হতো। তখন শপথে অনেক দিন অপেক্ষা করতে হয়। আইনটি পাস হলে নির্বাচন তিন মাস আগে হবে। শপথ নেয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব নেবেন জনপ্রতিনিধি।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০২০-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিটি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা বছরে তিন মাসের বদলে এক মাস ছুটি পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেখা গেছে, বাস্তবে (সিটি কর্পোরেশন আইন অনুযায়ী) কাজ করতে গেলে কিছু অসুবিধা হয়। এখন নিয়ম রয়েছে– (মেয়াদ উত্তীর্ণের আগে) ৬ মাসের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করতে হবে। অন্যদিকে রয়েছে যেদিন তারা (মেয়র ও কাউন্সিলর) মিটিং করবে, সেই থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের সময় থাকবে।

দেখা গেছে, ৪-৫ মাস আগে যদি নির্বাচন হয়ে যায়, শপথ হলেও তারা দায়িত্ব নিতে পারছে না এই কন্ট্রাডিকশনের জন্য। (মেয়াদ পূর্ণ না হাওয়ায়) অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, নির্বাচন তো বটেই, শপথ নেয়ার পরও তাদের অপেক্ষা করতে হয়। সে জন্য এটিকে একটু চেইঞ্জ করে নিয়ে আসা হয়েছে। (মেয়াদ শেষ হওয়ার আগে) তিন মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। যেদিন শপথ হবে এর ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ