বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

মিথ্যা মামলা থেকে মাওলানা আশরাফ মাহদীকে মুক্তির দাবি আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তরুণ আলেম, মুফতি আমিনীর দৌহিত্র মাওলানা আশরাফ মাহদীকে দুবাই থেকে দেশে এনে গ্রেফতার করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তার গ্রেফতারের খবরে স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠেছে।

মাওলানা আশরাফ মাহদী। সম্প্রতি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ও ইসলামি ঐক্যজোটের কয়েকজন নেতাদের বিষয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা করেন। অনেকের ধারনা সে কারণেই হয়ত তার উপর মিথ্যা মামলা চাপানো হয়েছে।

এদিকে আজ সোমবার সকাল ১১টার ফ্লাইটে আশরাফ মাহদীকে দেশে পাঠানো হয়। বিকেলে বাংলাদেশে নিয়ে আসার কথা তাকে। তথ্যমতে জানা যায়, চট্টগ্রামের উসমান কাশেম নামের এক ব্যক্তির মিথ্যা মামলায় ঢাকা থেকে মিশর যাওয়ার পথে দুবাই এয়ারপোর্টে আটকা পড়েছেন আশরা মাহদী। তাকে দেশে পাঠানোর নিন্দা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই।

আশরাফ মাহদীর বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন, তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন, আশরাফ মাহদীর ঘটনা গোটা কওমি মহল ও বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনকে ভাবিয়ে তুলেছে৷ কোন পথে হাঁটছি আমরা?
পোষ্টের শেষে তিনি বলেন, যে আগুন জ্বালানো হলো, জানি না শেষতক এ আগুন নেভাতে কত লাঞ্চনা অপমান আর জিল্লতির মাশুল গুণতে হয়৷ রহম কর মাবুদ৷

জামিয়া রাহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক বলেন, প্রতিবাদী কন্ঠস্বর জুলুম করে দমানো যায় না, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। গতকাল রোববার দুপুর থেকে সীমাহীন হয়রানির মধ্যে তার সময় কাটছে। দুবাই থেকে ঢাকায় ফেরত এনে তাকে গ্রেফতার বা গুম করার চেষ্টা চলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এমন ন্যাক্কারজনক ঘটনার পিছনে কারা কলকাঠি নাড়ছে তা সবার কাছে স্পষ্ট। মামলার আসামী ৯ জন। এর মধ্যে মাহদীর নাম নবম স্থানে। তাহলে সবাইকে বাদ দিয়ে একজনকে কেনো টার্গেট করা হলো? বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশনে অনেকেই গ্রেফতার হয়। কিন্তু উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যাওয়ার পর ফেসবুকের সামান্য লেখার অপরাধে ফিরিয়ে আনার ঘটনা এই জীবনে আর শুনিনি। পত্রিকার পাতায়ও পড়িনি।

সূত্রমতে জানা যায়, গত পরশুদিন ঢাকা থেকে মিশর জামেয়া আজহারের এর উদ্দেশ্যে আশরাফ মাহদী রওনা হয়েছিলো। দুবাই ট্রানজিটের সময় তাকে বলা হয়েছে আপনার নামে মামলা আছে। তখন জানা গেছে চট্টগ্রামের উসমান কাশেম এর উপর কথিত হামলার ঘটনায় তাকেসহ নয়জন আলেমের বিরুদ্ধে মামলা হয়েছে। সেজন্য তাকে দেশে পাঠানো হবে। এই খবর প্রকাশ হওয়ার পর গতকাল সারাদিন স্যোশাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে। আশরাফ মাহদীর বিরুদ্ধে মামলা হওয়ার নিন্দা জানিয়েছেন বিজ্ঞজনেরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ