মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭


অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেয়া হবে: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের চাপের কারণে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেয়া হবে বলে হুশিয়ার করেছে ইরান।

আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইস্ফাহানে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারির কথা জানান। খবর ইরনার।

তিনি বলেন, ইরান স্বেচ্ছায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা করছে। তবে আমরা সব সময় এই অবস্থানে থাকব এমন নিশ্চয়তা দিচ্ছি না।

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা চলবে বলেও তিনি জানান। আব্বাস মুসাভি বলেন, জেনারেল সোলাইমানি হত্যার বিচার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের মতো আরও কিছু বিভাগ এ বিষয়টি নিয়ে কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, গোটা বিশ্বের মানুষ যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে ঠিক তখনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেছে। এটা স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ