শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫ নব্য হায়েনাদের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ! পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ২ জন রিমান্ডে

মাওলানা গাজী ইয়াকুব এর সুস্থতা কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুবের সুস্থতা কামনায় ফরিদপুরে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) ফরিদপুর শহরস্থ তাকওয়া ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ-এর ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান।

এসময় তিনি তার বক্তৃতায় বলেন, মাওলানা গাজী ইয়াকুব ভাই আমাদের গৌরব। তিনি মানবতার কল্যাণে করোনা সঙ্কটে প্রিয় বাংলাদেশের প্রায় ৫৭ টি জেলায় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ- এর ব্যানারে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

বিগত কয়েকদিন আগে থেকে মানবতার এই বন্ধু শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এখন তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আমাদের উচিৎ মহান এই কর্মবীর আলেমের সুস্থতার জন্য দোয়া করা। আমরা চাই- মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে তুলুন। আমিন

এছাড়া, দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর শাখার স্বেচ্ছাসেবক হাফেজ মাওলানা আবু নাসির, পৌর জিম্মাদার হাফেজ মাওলানা মুফতি শিহাব উদ্দিন,
এইচ এম ইমরান কাজী, হাফেজ মাওলানা খোবির হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ একটি সেবামূলক সংগঠন। চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফন করে দেশব্যাপী প্রশংসিত হচ্ছে সংগঠনটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ