শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়ার ক্যাম্পের মালিক বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, লিবিয়া ট্র্যাজেডিতে স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় দায়ের করা ২২ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থেকে আটক সুজন মিয়া নামে একজন রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ