শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫ নব্য হায়েনাদের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ! পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ২ জন রিমান্ডে

ইরানকে ঠেকাতে জরুরি বৈঠকে সৌদি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবের নেতাদের সাথে ইরানের মোকাবিলায় জরুরি সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে পৌঁছেছেন।

আরব নিউজ জানায়, ইরানের শক্তিশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর সৌদিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমবারের মত সফর করলেন।

সৌদি পররাষ্ট্র দফতরের বরাতে আরব নিউজ আরো জানায়, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সৌদি আরবের আমির বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও  পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করবেন।

পম্পেও ইরানের বিষয়ে বলেন, দেশটির উপর আমাদের চাপ অব্যাহত রয়েছে। এটি কেবল অর্থনৈতিক চাপ নয়, কূটনৈতিক চাপও, এর মাধ্যমে তাদের বিচ্ছিন্ন করে রাখা উদ্দেশ্য।

পম্পেও সৌদির আরবের রাজধানী রিয়াদে পৌঁছার আগে ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবার সাংবাদিকদের বলেন, আমরা বিশেষত ইসলামি প্রজাতন্ত্র ইরানের হুমকির বিষয়ে আলোচনা করবো। সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করতেই আমার এ সফর।

পম্পেও আরো বলেন, আমেরিকা ইরানের সাথে যে কোনও সময় কথা বলার জন্য প্রস্তুত ছিল, তবে তারা এ প্রস্তাবে এগিয়ে আসেনি।

উল্লেখ্য, কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরমধ্যে ইরান কে থামাতে নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে তেহরানের আঞ্চলিক পরিস্থিতি হ্রাস করার লক্ষ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

জানা  যায়, সৌদি আরবে পম্পেওর তিন দিনের এ রাষ্ট্রীয় সফরে দুইদেশের সুসম্পর্ক আরো উন্নিত হবে বলে মনে করেন তারা।

আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ