বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল দেশবিরোধী অপশক্তির উস্কানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান খেলাফত মজলিসের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত পোস্টাল ব্যালটে ভোট দিতে তুমুল উদ্দীপনা, নিবন্ধন করলেন ৫৪ হাজারের বেশি প্রবাসী বাউলের আল্লাহদ্রোহী বক্তব্য আড়াল করে তৌহিদী জনতাকে দোষারোপ, ঈমানি চেতনায় সরাসরি আঘাত

পঞ্চম কন্যার বাবা হয়ে আফ্রিদি বললেন, কন্যা সন্তান পরিবারের জন্য রহমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল পাকিস্তানের কিংবদন্তী অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন। আর খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘আল্লাহর অসংখ্য আশীর্বাদ ও করুণা আমার ওপর বর্ষিত হচ্ছে। আগে চারজন কন্যাসন্তানের বাবা হওয়ার পর এখন পঞ্চম কন্যার বাবা হয়েছি।’

কন্যা সন্তান নিয়ে শহীদ আফ্রিদি তার আত্মজীবনী ‘দ্য গেম চেঞ্জারে’ লিখেছেন, মেয়েরা পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনে। তারা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বড় উপহার। তাছাড়া নিজের ফর্মহীনতা থেকে ফিরে আসা, ক্রিকেট মাঠ ও মাঠের বাইরে উন্নতি হওয়ার পেছনে নিজ কন্যাদের ভূমিকা দেখেন আফ্রিদি।

তাই সৃষ্টিকর্তাও এই ক্রিকেটারের প্রতি সৌভাগ্যের হাত আরো বাড়িয়ে দিয়েছেন। প্রথম চার কন্যা আকসা, আনশা, আজওয়া, আসমারার পর এবার ঘর আলোকিত করে আসলো পঞ্চম কন্যা। তবে নাম কী রেখেছেন তা এখনো জানাননি।

পবিত্র কোরআনে বলা হয়েছে, কন্যা সন্তান পরিবারের জন্য রহমতস্বরূপ। রাস‍ুল সা. কন্যা সন্তানদের অনেক ভালোবাসতেন। পাশাপাশি কন্যা সন্তান প্রতিপালনে উৎসাহ দিতেন। এক হাদিসে রসুল সা. বলেন, ‘যে ব্যক্তি দুটি কন্যাকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন-পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসবো (অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন)’। (মুসলিম, হাদিস নং: ২৬৩১)।

অপর এক হাদিসে বর্ণিত আছে, ‘যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, অতঃপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি, তার ওপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার ওপর প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।’ (মুসনাদ, হাদিস নং: ১/২২৩)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ