শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


সিলেটের দরগাহ মাদরাসার নতুন মুহতামিম মুফতি মুহিব্বুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহি জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া ইন্তেকালের পর নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব পেলেন শাইখুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছ্বাড়ী।

গত ২১ মার্চ মাদরাসা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সিলেটের শীর্ষ এ আলেমকে দরগাহ মাদরাসায় মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।

মুফতি মুহিব্বুল হকের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট। শিক্ষাজীবনে তিনি হাটহাজারী মাদরাসা থেকে ফারেগ হন। দীর্ঘ ৪৭ বছর ধরে দরগাহ মাদরাসায় দরস প্রদান করে আসছেন বর্ষিয়ান এ আলেম।

উল্লেখ্য, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার সাবেক মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া গত ১১ মার্চ সোমবার বিকাল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। বেশ কয়েক বছর ধরে তিনি দরগাহ মাদরাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ