শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী তিন বছরে ১০ লাখেরও বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেয়া হয়। খবর সিএনএন

দেশটির পার্লামেন্টে বলা হয়, ২০১৯ সালে তিন লাখ ৫০ হাজারেরও বেশি অভিবাসীকে নেয়া হতে পারে। ২০২০ সালে নেবে তিন লাখ ৬০ হাজার অভিবাসী এবং ২০২১ সালে নেবে তিন লাখ ৭০ হাজার অভিবাসীকে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন বলেন, ‘কানাডা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। কানাডায় নতুনদের স্বাগতম।’

তিনি বলেন, ‘কানাডায় জন্মহার কমে গেছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে। নতুন আসা জনশক্তি কানাডাকে আরও সমৃদ্ধ করবে।’

মন্ত্রী আহমেদ নিজেও একজন অভিবাসী। তিনি সোমালিয়া থেকে কানাডায় এসে বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবিশ্ব যেখানে অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে সেখানে কানাডার এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

কনাডা শরণার্থীদের সহযোগিতা দিতে সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল থেকে বিশ্বে ৬ কোটি ৮৫ লাখ শরণার্থী রয়েছে। আর কানাডা বৈশ্বিকভাবে এসব শরণার্থীদের ৫৬ লাখ ডলার সহায়তা দেয়।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ