শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


২০১৮ সালের বর্ষপণ্য ওষুধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ওষুধ ও ওষুধ শিল্পকে এগিয়ে নিতে ওষুধকে ২০১৮ সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার বা 'বর্ষপণ্য' ঘোষণা  দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ওষুধ খাতের পণ্য রফতানি তৈরি পোশাকের মতো এগিয়ে নিতে হবে। মুন্সীগঞ্জের গজারিয়ায় ওষুধের কাঁচামাল উৎপাদনের পার্ক স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, পণ্য রফতানিতে সামনে এগিয়ে যেতে হবে। এ জন্য পণ্যের মানোন্নয়ন ও নতুন পণ্যের বাজার তৈরি করতে হবে। কৃষি উৎপাদন ধরে রাখার পাশাপাশি শিল্প ও রফতানি বাড়াতে হবে। খাতভিত্তিক উন্নয়নের জন্য ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

 

রফতানি আয় বাড়াতে প্রতিবছর কোনো পণ্যকে বিশেষ গুরুত্ব দিতে 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা দেয় সরকার।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ