শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

সাংবাদিকতা কোর্সে নিবন্ধন করে ‘আমাদের নবীজি’ ফ্রিতে পাওয়ার সুযোগ!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে এবং লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আরেকটি ভাষা সাহিত্য ও সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স। এই কোর্সে নিবন্ধন করে আপনিও উপহার হিসেবে পেতে পারেন গদ্যশিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের সদ্য প্রকাশিত ‘আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ গ্রন্থটি। সাহিত্যের রূপ-রস আর গন্ধে টইটম্বুর গ্রন্থটি পাল্টে দিতে পারে আপনার জীবনের মোড়। 
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে নতুন কোর্সের ক্লাস।

 আয়োজকরা জানিয়েছেন, প্রথম নিবন্ধনকারী ৩০ জনকে ‘আমাদের নবীজি’ বইটি উপহার দেওয়া হবে। 
এবারের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে মাওলানা যাইনুল আবিদীন লিখিত বইটি বাজারে এসেছে। ২৭২ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ৫৪০ টাকা।  

আওয়ার ইসলামের আয়োজনে প্রতি তিন মাস অন্তর অন্তত ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কোর্স করা হয়। এবারের কোর্সটি ১২তম। সময়ের প্রতিশ্রুতিশীল আলেম লেখক ও সাংবাদিকগণ প্রশিক্ষণ প্রদান করে থাকেন। ইতোমধ্যে এই কোর্স সম্পন্ন করে সাংবাদিকতা ও লেখালেখিতে প্রতিষ্ঠিত হয়েছেন কয়েক ডজন তরুণ। 

ক্লাসের সময়: প্রতি শুক্রবার সকাল ৯-১২টা।
কোর্সের মেয়াদ: তিন মাস।
ক্লাস সংখ্যা: ২৪ টি (প্রতি শুক্রবার দুটি ক্লাস)।
ক্লাস শুরু: ২৫ এপ্রিল ২০২৫।
কোর্স ফি: ২৫০০ টাকা
স্থান: শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়া, ঢাকা। 

যোগাযোগ: 01902891996, (নগদ ও বিকাশ) Wattsapp। যাতায়াত: ঢাকার যেকোনো স্থান থেকে মালিবাগ আবুল হোটেল নেমে চৌধুরীপাড়া মসজিদ-ই-নূর এর ৪র্থ তলা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ