নুরুল কবির আরমান,খাগড়াছড়ি প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে ।
শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৩টায় দারুসসুন্নাহ মাদরাসার
জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কাউন্সিল অধিবেশন শুরু হয়।
উপজেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী'র সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান জুলফিকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান জামিল ও অর্থ সম্পাদক হাফেজ ক্বারি নাছির উদ্দীন ।
কাউন্সিল অধিবেশন মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শ ও উপস্থিত সকলের হাত তোলা ভোটে সভাপতি নির্বাচিত হয় মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ ক্বারি মাওলানা হারুনুর রশিদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান জুলফিকার, অর্থ সম্পাদক মাওলানা আবুল খায়ের, প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আলী।
কাউন্সিল অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে প্রধান অতিথি মাওলানা কারী ওসমান গনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঈমান ও আক্বিদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন । যা মুসলিম উম্মাহর ঈমান আমালের হেফাজতের জন্য কাজ করছে । পার্বত্য অঞ্চলের মুসলমানদের ঈমান আক্বিদা হুমকির মুখে উল্লেখ করে বলেন, আল্লাহর উপর ভরসা করে,সকলের পরামর্শ ক্রমে নিয়মতান্ত্রিক ভাবে হেফাজতে ইসলামের কার্যক্রম চালিয়ে যাবো- ইনশাল্লাহ ।
আরএইচ/