বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের

রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে শুরু হচ্ছে ‘ইসলামি ভূগোল কোর্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশবরেণ্য আলেম আল্লামা মুফতী মিযানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে শুরু হচ্ছে ভূগোলপ্রেমীদের জন্য ইসলামি ভূগোল কোর্স।

কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন মাও. এ’তেসাম বিল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ।

যা থাকছে চমৎকার এ কোর্সে-

১- বিজ্ঞানের বিস্তারিত পরিচয়, প্রকার, আলোচ্য বিষয়, লক্ষ-উদ্দেশ্য ইত্যাদি।

২- আকাশ-মহাকাশ, ক্লাস্টার, গ্যালাক্সী ইত্যাদির পরিচয়।

৩- নক্ষত্র বিশেষত সূর্য নামক নক্ষত্র তার ঘূর্ণন তার পরিবারের অন্যান্য গ্রহের পরিচিতি।

৪- (গ্রহ) গ্রহের পরিচয় বিশেষথ পৃথিবী নামক গ্রহের বিস্তারিত পরিচয় তার ঘুর্ণন পদ্ধতি রাত-দিন সংঘটিত হওয়া, ছোট-বড় হওয়া, ঋতু পরিবর্তন হওয়া ভূমিকম্প হওয়ার কারণ ইত্যাদি ।

৫- চাঁদের পরিচয়, ঘূর্ণন পদ্ধতি, অমাবশ্যা, পূর্ণিমা, চন্দ্ৰগ্ৰহণ, সূর্যগ্রহণ, জোয়ার ভাটা ইত্যাদি ।

৬- মানচিত্র, দিক, কেবলার দিক নির্ধারণ ও বিভিন্ন পরিভাষার পরিচিতি (যথাঃ দ্রাঘিমা, অক্ষ, বিষুব, মধ্য/গ্রীনিচরেখা, ডিগ্রী ইত্যাদির পরিচয়।

৭- সময়ের বিভিন্ন স্তর: সেকেন্ড, মিনিট, ঘণ্টা, আন্তর্জাতিক তারিখ রেখা, স্থানীয় সময় ও প্রমাণ সময় ইত্যাদির পরিচিতি।

৮- নামাজের সময়সূচি, সৌর বর্ষপঞ্জিকা, চন্দ্র বর্ষপঞ্জিকা/লুনার ক্যালেন্ডার তৈরির নিয়ম। ৯- এছাড়াও কুরআন-হাদিস ও ইসলামি ইতিহাসে বর্ণিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পরিচিতি ।

১০- আধুনিক বিজ্ঞান ও কুরআন-হাদিসের থিউরীর মাঝে বিরোধপূর্ণ বিষয়ের সমাধান এবং নাস্তিক ও সংশয়বাদীদের আপত্তিসমূহের সমুচিত জবাব ।

কাদের জন্য এই কোর্স-

* যারা বিশ্বব্রম্মান্ডের সৃষ্টিগত তত্ব, বিশালতা ইত্যাদি জেনে আল্লাহর অস্তিত্ব ও বড়ত্ব সম্পর্কে সম্যক ধারনা নিয়ে নিজ ঈমান বহুগুণে বৃদ্ধি করতে এবং স্রষ্টার অস্তিত্ব ও বড়ত্ব প্রমাণ করে নাস্তিকদের বিশ্বাসে কুঠারাঘাত করতে চায়।

* যারা কুরআন-হাদিসে বর্ণিত আসমান-জমিন, চন্দ্র-সূর্য, রাত-দিন ইত্যাদির সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ জটিল বিষয়াবলীর সম্পর্কে স্বচ্ছ ও বিশ্লেষণধর্মী জ্ঞান অর্জন করতে চায়।

* যারা বিজ্ঞানের বিভিন্ন ভুল ও সন্দিহান তথ্য হতে বেড়িয়ে আসতে ও সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে চায়।

* যারা নামাজ-রোজার সঠিক সময়সূচী তৈরি করতে ও অনুসরণ করতে চায়।

কোর্স বিষয়ে কিছু তথ্য-

কোর্স ফি: ৫০০ টাকা মাত্র
সময়: প্রতি শুক্রবার সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত
প্রশিক্ষণ শুরু: ১৩ সেপ্টেম্বর শুক্রবার
কোর্সের মেয়াদ: ছয় সপ্তাহ
প্রশিক্ষণের স্থান: শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা

ভর্তির জন্য যোগাযোগ করুন- 01962665191 নাম্বারে।

বি. দ্র. কোর্সটি অনলাইনেও করা যাবে।

যাতায়াত ও যোগাযোগ : যে কোন জায়গা হতে কুড়িল বিশ্বরোড নেমে কুড়াতলী বাজার,(আল হেরা টাওয়ারের ২য় তলায়)

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ