শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণ, যা বলছে পুলিশ হেড কোয়ার্টার চট্টগ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তারেক রহমানের আর্থিক সহায়তা শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে শহীদ ৭৭ পরিবার পেল অনুদান  অগ্নিকাণ্ডে শাহজালালে ফ্লাইট চলাচল বন্ধ ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি শাপলা চত্বরে শহীদদের নাম লেখা হবে স্থায়ী অবকাঠামোতে সীমান্তে সহিংসতা নিয়ে কাতারে আলোচনা করবে পাকিস্তান ও আফগানিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতির সঙ্গে প্রতারণা হবে: নাহিদ ইসলাম যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করলো পাকিস্তান-আফগানিস্তান

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃতীয় ধাপে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে আবেদন করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সেশনের ছাত্ররা। 

সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে ছাত্রদের আবাসিক সিট বরাদ্দের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৮, ১৯ ও ২০তম ব্যাচের) আগ্রহী ছাত্রদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নিম্নবর্ণিত গুগল লিংক  এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।

এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জন জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এরপর গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫০০ জন ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদনের সুযোগ পায়। এরপর গত ১ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪, ১৫ ও ১৬ জুন মেধাবী প্রকল্পের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ, যা মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আবাসন, ধর্মীয় নৈতিকতা ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।

আবেদনের গুগল ফর্ম লিংক: https://forms.gle/udEeNqS95WnbbTEs8

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ