শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট ভোলার জনবান্ধব এসিল্যান্ড মেহেদী হাসানের বদলি আদেশ বাতিল চায় উপজেলাবাসী

আল-মারকাজুল ইসলামীর উদ্যোগে ভাসানচরে ৩,০০০ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হাসান সাকিব ||

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই)-এর পক্ষ থেকে ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ। আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট পর্যায়ক্রমে বিতরণ হবে খাদ্য প্যাকেজ | এর আগে গত সপ্তাহে ৫০০ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম সেবামূলক প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই) মানবিক সেবার ধারাবাহিকতায় ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ব্যাপক খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

এই কর্মসূচির আওতায় প্রায় ৩,০০০ পরিবারকে মোট ৬৬ টন খাদ্যসামগ্রী প্রদান করা হবে। বর্তমানে এসব খাদ্যসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ২০২৫ তারিখে ভাসানচরের শরণার্থী ক্যাম্পে পর্যায়ক্রমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

আল-মারকাজুল ইসলামীর সম্মানিত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানবিক সেবা, স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। দুর্যোগ ও সংকটকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।

জানা গেছে, গত সপ্তাহে এ.এম.আই-এর উদ্যোগে ভাসানচরে ৫০০ রোহিঙ্গা শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা সম্পন্ন হয়। এ সময় শিশুদের নতুন লুঙ্গি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। আজ রাতে আমাদের খাদ্যসামগ্রী বহনকারী ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করবে। নির্ধারিত সময়ে চলছবে বিতরণ কার্যক্রম । ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ