শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ।। ২৭ আশ্বিন ১৪৩১ ।। ৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
মাজার ও ধর্ম ব্যবসা সমাচার ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নিহত ইমাম খুলনায় বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহার দাবি ‘দ্বীনের জন্য ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধের বিকল্প নেই’ এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ‘নবগঠিত প্রতিটি কমিশনে ৯২ ভাগ মুসলমানের স্বার্থ দেখার দায়িত্ব উলামায়ে কেরামের’ কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন দুই শতাধিক মুরব্বি আলেমের উপস্থিতিতে অনুষ্ঠিত বেফাকের মজলিসে আমেলার বৈঠক মুন্সিগঞ্জে একতা যুব কল্যাণ পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান: দুদু

ফেসবুকে পোস্ট না করেও বার্তা বা ছবি সেভ রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্যস্ততার কারণে অনেক সময় ফেসবুকে বার্তা লেখা বা ছবি নির্বাচনের পরেও তা পোস্ট করা হয় না। তখন সেই পোস্টটি ড্রাফট অপশনে জমা রাখে ফেসবুক। ফলে সেগুলো পরে সহজেই খুঁজে বের করে পুনরায় পোস্ট করা সম্ভব।

শুধু তাই নয়, আপনি চাইলে ড্রাফট অপশন থেকে নির্দিষ্ট বার্তা বা ছবি মুছে ফেলতেও পারবেন। তার আগে চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার পদ্ধতি।

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ফিডের ওপরে থাকা ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে নতুন পোস্টের জন্য বার্তা লিখতে হবে।

২. এরপর ওপরে ‘ক্রিয়েট পোস্ট’ অপশনের পাশে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করে ‘সেভ অ্যাজ ড্রাফট’ নির্বাচন করতে হবে।

৩. তারপর ফোনের নোটিফিকেশন বারে থাকা ‘ইউর ড্রাফট হ্যাজ বিন সেভড’ বার্তা ট্যাপ করুন। এর ফলে পরের পৃষ্ঠায় গত তিন দিনের মধ্য জমা হওয়া সব ড্রাফটের তালিকা দেখা যাবে।

৪. এবার ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট করতে হলে সেটি নির্বাচন করলেই পোস্ট করার ট্যাব দেখা যাবে।

৫. এরপর ট্যাবটিতে ক্লিক করলেই ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট হয়ে যাবে।

৬. সবশেষে ড্রাফট করা বার্তা বা ছবি মুছে ফেলার জন্য তার পাশে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘ডিসকার্ড ড্রাফট’ নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ