১৬ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার): পি আর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদানের দাবিতে বটিয়াঘাটায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বটিয়াঘাটা উপজেলা শাখা এই গণমিছিলের আয়োজন করে।
মঙ্গলবার বিকাল ৩টায় বটিয়াঘাটা উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এই গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সহ-সভাপতি ও খুলনা-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা (পশ্চিম) উপজেলা সভাপতি হাফেজ কারিমুল ইসলাম, সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন, মাওলানা মহসিন আলম মাহবুবী, মাওলানা ইনামুল হক, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা জাহিদুর রহমান, মোঃ জাবেদ আলী, মোঃ উজ্জ্বল, হাফেজ মুহাঃ হোসাইন আহমদ, মাওলানা ওলিউর রহমান, মোঃ রাব্বি, মোঃ মর্তুজা, আজম আলী সানা প্রমুখ।
নেতারা বলেন, দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পি আর পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে এই পদ্ধতি চালুসহ অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আরএইচ/