ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা আওতাধীন ২২নং ওয়ার্ড শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ.-এর ‘রাজনৈতিক দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২২ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মাদ আজহারউদ্দীনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে এর উপ-সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম মাঝি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই পাটোয়ারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মাদ তাইফুর ইসলাম মৃধা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা এবং ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় যুব সমাজ।
এসএকে/