বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম বলেছেন, আমাদের বন্ধু আছে, কোনো বিদেশি প্রভু নেই। আমরা বাঁচলেও দেশে বাঁচব, মরলেও দেশেই মরব। ক্ষমতায় গেলে বিদেশে অর্থ পাচার করব না, বাড়ি-গাড়ি করব না, আর ক্ষমতা হারালে বিদেশে পালাবও না।
তিনি আরও বলেন, দাড়ি-টুপি ওয়ালাদের সবসময় ভিলেন বানানো হয়েছে। অথচ সব দলে লুটেরা ও বাটপার রয়েছে, তবে ইসলামি দলে তা নেই। সংসদ পর্যন্ত না পৌঁছাতে পারলে খেলাফত বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমাদের অধিকার রয়েছে রাজনীতি করার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের লালুপাড়া নাজমা গার্ডেনের হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ। তিনি বলেন, ‘শুধু ধর্মীয় বিধিবিধান নয়, আমাদের দেশের সার্বিক বিষয়ে কথা বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রয়োজনের কথা বলতে হবে। তবেই মানুষ আমাদেরকে গ্রহণ করবে।’
কর্মী সম্মেলনে হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন ও হাফেজ আসাদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি মোহাম্মদ নূরুল করিম, আ.স.ম শামসুল বারী, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বুলবুল, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ, মাওলানা লিয়াকত আলী, মুফতি আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথিবৃন্দ।
এসএকে/