শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| তানযিল হাসান ||

 ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিলো একটি সুন্দর দেশ গড়া, যেখানে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে। আমরা নতুন রাজনৈতিক চর্চা এবং একটি নতুন সংবিধান দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আজও জিঘাংসার রাজনীতি, দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজির রাজনীতি দেখতে বাধ্য হচ্ছি।"

তিনি আরও বলেন, "আমরা ২০০৮ সাল থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছি। বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলও এই পদ্ধতির পক্ষে কথা বলছে। যখন জনগণ পিআর পদ্ধতির পক্ষে সোচ্চার, তখন কিছু রাজনৈতিক দল দাবি করছে যে তারা নির্বাচনই চায় না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচন চাই, তবে সেটি পুরাতন পদ্ধতিতে নয়, আধুনিক পদ্ধতিতে। বিশ্বের ৯১টিরও বেশি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে এবং এই পদ্ধতি কার্যকর হলে ভোটারের ভোটের পূর্ণ মূল্যায়ন হবে।"

মাওলানা গাজী আতাউর রহমান বিএনপির জন্যও পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "বিএনপিকে নিজেদের স্বার্থে পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিতে হবে, যাতে তারা আর 'যেন তেন' নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে।"

তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নেওয়াকেও সমালোচনা করেন, এবং বলেন, "পক্ষপাতদুষ্ট বর্তমান কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।"

এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর-২ সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, চাঁদপুর-১ কচুয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি উমর ফারুক ইবরাহীমি কাসেমী, এবং চাঁদপুর-৫ আসনে সাবেক সেনা কর্মকর্তা আলহাজ মোহাম্মদ আলী।

বিশেষ অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, এনসিপির জেলা আহ্বায়ক মাহবুব আলম, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শুরুর আগেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দেয়, এবং ৩টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের সড়কে মিছিলকারীরা অবস্থান নেয়। এক পর্যায়ে, সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ