বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা বুয়েট শিক্ষার্থী কারাগারে মাদরাসা ছাত্র হত্যায় দুজনের ১০ বছরের সাজা পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের বিদ্যুতস্পৃষ্টে  মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু! ঢাকাস্থ বাজিতপুর নিকলী উলামা পরিষদের মতবিনিময়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস মুয়াজ্জিনকে মারধর, মসজিদ কমিটি থেকে বিএনপি নেতা বহিষ্কার বিএনপি ছিনতাই মামলা দিয়েছিল, আমরা ৫ ভাই জেলে গিয়েছিলাম: পীর সাহেব চরমোনাই ইউকে জমিয়তের গঠনমূলক আলোচনা সভা, তিনজনের দলে যোগদান খুলনা-০৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

জাপা ও ১৪ দলের নিষিদ্ধের দাবিতে শুক্রবার শাহবাগে সর্বদলীয় সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডাকসুর সাবেক ভিপি ও জিওপির সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ বিকেল ৩টায় শুরু হবে।

বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৯ আগস্ট) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের সামনে নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় বর্বরোচিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা দলের কার্যালয়ে ঢুকে চেয়ার ও টেবিল ভাঙচুরও করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও, হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে গণ অধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে লড়াই করেছেন। এরপরও তার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণ অধিকার পরিষদের ওপর নয়, সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। আমরা মনে করি, এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।”

গণ অধিকার পরিষদ সমস্ত নেতাকর্মী, সমর্থক ও গণতন্ত্রকামী জনগণকে আহ্বান জানিয়েছে, ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে অনুষ্ঠিত সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ