বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা বুয়েট শিক্ষার্থী কারাগারে মাদরাসা ছাত্র হত্যায় দুজনের ১০ বছরের সাজা পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের বিদ্যুতস্পৃষ্টে  মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু! ঢাকাস্থ বাজিতপুর নিকলী উলামা পরিষদের মতবিনিময়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস মুয়াজ্জিনকে মারধর, মসজিদ কমিটি থেকে বিএনপি নেতা বহিষ্কার বিএনপি ছিনতাই মামলা দিয়েছিল, আমরা ৫ ভাই জেলে গিয়েছিলাম: পীর সাহেব চরমোনাই ইউকে জমিয়তের গঠনমূলক আলোচনা সভা, তিনজনের দলে যোগদান খুলনা-০৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

দু’দিন ধরে নিখোঁজ জমিয়তের কেন্দ্রীয় নেতা, মহাসচিবের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) টানা ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে পরিবার, দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলা জমিয়তের নেতাকর্মী ও সমর্থকেরা।

দলীয় সূত্র জানায়, একই দিন বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরেও আরেকটি বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যদি আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত মাওলানা মুশতাক আহমদের সন্ধান দিতে ব্যর্থ হয়, তবে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী।

মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি ফোনে জানিয়েছিলেন, আমি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বারবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন বলেন, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত তাকে সুনামগঞ্জের দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় একটি সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। এরপর তার কোনো সন্ধান মেলেনি।

জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো চক্রান্ত বা অপহরণের ঘটনা ঘটে থাকে, তবে প্রশাসনকে তা খুঁজে বের করতে হবে।

সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী বলেন, দলীয় নেতা ও আলেমে দ্বীন এভাবে নিখোঁজ হওয়ায় পরিবার ও সমর্থকরা চরম উৎকণ্ঠার মধ্যে আছেন। দ্রুত তার সন্ধান না মিললে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইরফানুর রহমান বলেন, মাওলানা মুশতাক গাজীনগরীর সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ