বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা বুয়েট শিক্ষার্থী কারাগারে মাদরাসা ছাত্র হত্যায় দুজনের ১০ বছরের সাজা পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের বিদ্যুতস্পৃষ্টে  মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু! ঢাকাস্থ বাজিতপুর নিকলী উলামা পরিষদের মতবিনিময়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস মুয়াজ্জিনকে মারধর, মসজিদ কমিটি থেকে বিএনপি নেতা বহিষ্কার বিএনপি ছিনতাই মামলা দিয়েছিল, আমরা ৫ ভাই জেলে গিয়েছিলাম: পীর সাহেব চরমোনাই ইউকে জমিয়তের গঠনমূলক আলোচনা সভা, তিনজনের দলে যোগদান খুলনা-০৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

জাতীয় নির্বাচন সরকার ঘোষিত সময়েই অনুষ্ঠিত হতে হবে: মাওলানা আবদুর রব ইউসুফী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, দেশে স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, পিআর পদ্ধতি, সংস্কার কিংবা গণভোটের নামে যারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চাচ্ছে, তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ সৃষ্টি করতে চাইছে। জনগণ মনে করে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করেছে, তারাই এখন নতুন কৌশলে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি চৌধুরী নাসির আহমদ, মাওলানা মাঈনুদ্দীন মানিক, মাওলানা বাইজিদ মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন আকন্দ, মুফতি তৌফিক কাসেমী,মুফতি ইউনুস, মাওলানা জাফর আহমদ, মাওলানা শাফায়াত হোসাইন প্রমুখ।

জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, প্রশিক্ষণ একটি সংগঠনের ভিত মজবুত করার অন্যতম প্রধান মাধ্যম। দক্ষ নেতৃত্ব, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক সচেতনতা ও সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। একজন কর্মী কিংবা নেতা যখন সঠিক প্রশিক্ষণ লাভ করে, তখন সে কেবল একটি সংগঠনের প্রতিনিধিই নয়; বরং সমাজ, দেশ ও জাতির উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।

নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ও নীতিনিষ্ঠ ইসলামি সংগঠন। দলটি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে খতমে নবুওয়াত রক্ষা, কওমি মাদ্রাসার স্বীকৃতি, সমাজ সংস্কার ও নৈতিক রাজনীতির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বক্তারা আরও বলেন,জমিয়ত বিশ্বাস করে, আদর্শিক রাজনীতি গড়ে তুলতে হলে প্রশিক্ষিত ও সচেতন নেতৃত্ব তৈরি করা আবশ্যক। এ লক্ষ্যে জমিয়ত কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালু রেখেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ