বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা বুয়েট শিক্ষার্থী কারাগারে মাদরাসা ছাত্র হত্যায় দুজনের ১০ বছরের সাজা পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের বিদ্যুতস্পৃষ্টে  মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু! ঢাকাস্থ বাজিতপুর নিকলী উলামা পরিষদের মতবিনিময়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস মুয়াজ্জিনকে মারধর, মসজিদ কমিটি থেকে বিএনপি নেতা বহিষ্কার বিএনপি ছিনতাই মামলা দিয়েছিল, আমরা ৫ ভাই জেলে গিয়েছিলাম: পীর সাহেব চরমোনাই ইউকে জমিয়তের গঠনমূলক আলোচনা সভা, তিনজনের দলে যোগদান খুলনা-০৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

পিআর নয়, জনগণ সরাসরি ভোটেই নির্বাচন চায়: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সাধারণ মানুষ পিআর নয়, সরাসরি ভোট পদ্ধতিতে নির্বাচন চায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র‌্যালির পূর্বে তিনি এ মন্তব্য করেন।

বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, “এখন হঠাৎ করে অনেক রাজনৈতিক দল এ বিষয়ে কথা বলছে। কিন্তু গ্রামের মানুষ বা সাধারণ জনগণ কি জানে পিআর পদ্ধতি কী? দেশে তো এটি কখনো ব্যবহার হয়নি, কোনো নজিরও নেই। জনগণ এটি চায় না।” এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, “আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান?” উত্তরে উপস্থিতরা ‘না, না’ বলে স্লোগান দেন।

তিনি আরও বলেন, “জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায়।” আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদল আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের সংগঠন। যদি ঢাবি শিক্ষার্থীরা অবাধভাবে ভোট দিতে পারে, তবে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, ডা. জাহাঙ্গীর, ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ