জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে আলোচনা তুলে ধরা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এমএইচ/