মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৮ ভাদ্র ১৪৩২ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কেউ যেন না বলে, ভোট দিতে পারিনি : প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: জোনায়েদ সাকি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষী গ্রেফতার দেশি-বিদেশি শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে ইসলামি বইমেলায় শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি : মির্জা ফখরুল জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : আবদুল হালিম

ব্যাপক গণসংযোগে নেছার আহমদ আন নাছিরী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনকে শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখ নেছার আহমদ আন নাছিরী।

সোমবার (১ আগস্ট) সরাইল-আশুগঞ্জ এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সরাইল-আশুগঞ্জকে শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলবো। পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন ও আধুনিকায়নের কাজও করবো ইনশাআল্লাহ।’

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নিয়াজুল করিম, সরাইল ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং আশুগঞ্জ ইসলামী আন্দোলনের সেক্রেটারি জেনারেল জসিম উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া যাত্রাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ—শাহজাহান, কামাল মেম্বার আবু সাঈদ, বশির মিয়া, জসিম উদ্দিন, মুরাদ হোসেন, শাহিদ মিয়া, তৌহিদ মিয়া, কাসেম মিয়া, কাদের মিয়া, দানা মিয়া, জাহাঙ্গীর মিয়া, আমির হোসেন, হোসেন মিয়া, হানিফ মিয়া, বিল্লাল মিয়া, বাবুল মিয়া, বাদল মিয়া, ইকবাল মিয়া, মুর্শেদ মিয়া, আক্তার মিয়া, হাফেজ মানিক মিয়া, হাফেজ বাদশাহ আলমগীরসহ আরও অনেকে মতবিনিময় সভায় যোগ দেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ