মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৮ ভাদ্র ১৪৩২ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৭


ইসলামি দলগুলোর সঙ্গে জোটের ভাবনার কথা জানালেন বিএনপির সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী ইসলামি দলগুলোর সঙ্গে বিএনপির জোটের ভাবনার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে জামায়াতের সঙ্গে জোট না করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া সমসাময়িক রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন বিএনপির প্রভাবশালী এই নেতা।

জাতীয় দৈনিক প্রথম আলোতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ছাড়া অন্য ইসলামি দলগুলোর নৈকট্যলাভে বিএনপি চেষ্টা করছে-এমন প্রশ্নের উত্তেরে সালাহউদ্দিন আহমদ বলেন- হ্যাঁ। বাংলাদেশে ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান। এখানে সবাই রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু তারা সবাই ধর্মভীরু মানুষ। তাদের অধিকাংশের ধর্মীয় প্রতিনিধিত্বটা করে এ দেশের আলেম সমাজ এবং তাদের মধ্যে কিছু কিছু আছে ইসলামিক দল করেছে। তাদের সঙ্গে আমাদের আগেও যোগাযোগ ছিল। এখনো যদি আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অবদান রেখেছে, সেই রকম ইসলামি দলের সঙ্গে জোট করি, সেটা আমাদের চিন্তায় আছে।

বিএনপি নেতা বলেন, বাংলাদেশের যারা ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, হেফাজতে ইসলামের সম্মানিত আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। এ ছাড়া যাঁরা এই বাংলাদেশে ইসলামি প্রতিষ্ঠান বা মাদরাসা শ্রেণি সৃষ্টি এবং মানুষের ধর্মীয় শিক্ষার জন্য অবদান রেখেছেন, যেমন শর্ষিনার পীর সাহেব, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শর্ষিনার পীর সাহেবের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছিলেন। আমরা জমিয়তুল মুদাররেছিনের সঙ্গে সভা করেছি। মাদরাসাশিক্ষার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং তারা একটা বিশাল সংগঠন। এভাবে আমরা জনগণের মধ্যে একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে চাই।

জামায়াতে ইসলামীকে নিয়ে ভাবনা জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, জামায়াতে ইসলামী এ দেশে একটা রাজনৈতিক দল। কয়েকবার পার্লামেন্টে ছিল। তাদের রাজনৈতিক ইতিহাস ও আলাদা আদর্শ আছে। জামায়াতে ইসলামীর সঙ্গে আমরা একসময় নির্বাচনী জোট করেছি। ওটা কৌশলগত, কোনো আদর্শিক জোট না। এখনো তারা স্বৈরাচারবিরোধী আন্দোলন–সংগ্রামে যে অবদান রেখেছে, সেটাকে আমরা স্বীকার করি। ভবিষ্যৎ গণতান্ত্রিক চর্চায় তারা অংশগ্রহণ করবে, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা আমরা মনে করি।

জামায়াতের সঙ্গে জোট হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা তো এই বক্তব্য আরও অনেক আগেই দিয়েছি যে, সামনের নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের জোটবদ্ধ ইলেকশন করার কোনো সম্ভাবনা নেই।

সালাহউদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমরা একসময় নির্বাচনী জোট করেছি। ওটা কৌশলগত, কোনো আদর্শিক জোট না। এখনো তারা স্বৈরাচারবিরোধী আন্দোলন–সংগ্রামে যে অবদান রেখেছে, সেটাকে আমরা স্বীকার করি। ভবিষ্যৎ গণতান্ত্রিক চর্চায় তারা অংশগ্রহণ করবে, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা আমরা মনে করি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ