এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি
খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মাহদী হাসান মুন্না।
বৃহস্পতিবার (২৮ আগস্টে’২৫) বিকাল ৩ টায় নগরীর সাতরাস্তা মোড়স্ত বি.এম.এ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, নগর ছাত্র যুব বিষয়ক সম্পাদক ফেরদাউস গাজী সুমন, ইসলামী শ্রমিক আন্দোলনের নগর সেক্রেটারি মুহাম্মদ পলাশ শিকদার, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি মাওঃ জিএম এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য এনামুল হাসান সাঈদ, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা, বিএল কলেজ সভাপতি শোয়াইব আলম।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুহা. বনী আমীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল গালিব, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল, জেলা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক ওসমান নাদীম, দাওয়াহ সম্পাদক সম্পাদক আতিক হাসান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. সাব্বির আহমাদ, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা. শাহাদাত হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক মাসুম বিল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক বায়েজিদ ওসমানী, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, স্কুল ও কলেজ সম্পাদক আমিনুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস সহ নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্য বলেন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে পুনরায় ফ্যাসিস্ট তৈরির পথ উন্মুক্ত হবে। আমরা ছাত্র জনতা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। যে নির্বাচন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বৈষম্য ও ফ্যাসিবাদ তৈরি করে, এমন নির্বাচন চাই না। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশের দাবি করেন।প্রধান অতিথি ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।
এমএম/