শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয় ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে’ নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

‘খতীবে আযম রহ. ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের অবিসংবাদিত নেতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. ছিলেন ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। তিনি ছিলেন একাধারে তুখোড় পার্লামেন্টারিয়ান, দার্শনিক আলেমেদীন, প্রাজ্ঞ ইসলামী রাজনীতিবিদ, তাত্ত্বিক লেখক, যুগশ্রেষ্ঠ বিতার্কিক ও বিপ্লবী সমাজ সংস্কারক। বৃটিশবিরোধী আন্দোলন, স্বতন্ত্র মুসলিম আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রাম এবং ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচনে তাঁর ভূমিকা ছিল আলোকিত অধ্যায়। স্বৈরাচার আইয়ুব ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর জুলুম-অত্যাচারের বিরুদ্ধেও তিনি ছিলেন দৃপ্ত কণ্ঠস্বর। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে ইসলামী রাজনীতির পুনর্জাগরণ ও ইসলামী শক্তির ঐক্যে তাঁর অবদান অনস্বীকার্য।

বুধবার (২৭ আগস্ট) চকরিয়া উপজেলায় দাওয়াতী সফরকালে আলেম-ওলামা, ছাত্র ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে মাওলানা আবুল মঞ্জুর এসব কথা বলেন। তিনি বলেন, খতীবে আযম রহ. ও অন্যান্য ওলামা-মশায়েখের সংগ্রামী প্রেরণায় উজ্জীবিত হয়ে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ওলামায়ে কেরামকে নেজামে ইসলাম পার্টির পতাকাতলে এবং ছাত্রসমাজকে ইসলামী ছাত্রসমাজের পতাকাতলে সমবেত হতে হবে।

সফরকালে প্রতিনিধি দল খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ., তাঁর সাহেবযাদা মাওলানা হাফেজ সোহাইব নোমানী রহ. এবং চকরিয়া উপজেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি শহীদ মাওলানা মোছাদ্দেক ফারুক রহ. এর কবর জিয়ারত করেন। পাশাপাশি তাঁরা খতীবে আযম রহ. প্রতিষ্ঠিত বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসা, বানিয়াছড়া খতীবে আযম হিফজখানা ও এতিমখানা পরিদর্শন করেন।

এ সময় নেতৃবৃন্দ বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলামুর রহমান, খতীবে আযম রহ. এর সন্তান অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুল্লাহ বাহার, দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা ও হিফজখানা-এতিমখানার পরিচালক মাওলানা হাসান আলীসহ স্থানীয় আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন।

সফরকারী দাওয়াতী কাফেলায় আরও উপস্থিত ছিলেন— জেলা যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, জেলা প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, জেলা সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সংগঠন সচিব ও জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু, প্রচার সম্পাদক আব্দুল্লাহ হোসাইনী, উখিয়া উপজেলা সভাপতি মুহিউদ্দিন খান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ