শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয় ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে’

পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: নায়েবে আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা পিআর (Proportional Representation) পদ্ধতি বোঝে না, তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। তিনি উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে, তাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সময় পিআর পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে।

ডা. তাহের এই মন্তব্য করেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায়। সভার মূল বিষয় ছিল—পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

তিনি বলেন, “আমরা পুরাতন ব্যবস্থাকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসাটা স্বাভাবিক। দেশে সংস্কারের পথে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। তবে যেখানে সবচেয়ে বেশি সংস্কার দরকার, সেখানে একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।”

ডা. তাহের আরও বলেন, “সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয়। জনগণ ঘুমিয়ে নেই; তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে। যদি নির্বাচন পরিকল্পিতভাবে না হয়, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট গ্রহণ করবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ