খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছেন কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ, ফ্যাসিবাদের পুনরুত্থান মোকাবেলা, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন-সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান মো. ফজলুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. ফিরাজ মল্লিক, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, হাবিবুর রহমান, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, ইসলাম পাটির চেয়ারম্যান মাওলানা সালেহ সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি আহ্বায়ক আবদুল আহাদ নূর প্রমুখ।
আরএইচ/