ইসলামী আন্দোলন বাংলাদেশের সভানেত্রী মিসেস নুরুল সাবিহা, সহ-সভানেত্রী কোহিনুর বেগম, সহ-সভানেত্রী জাকেরা রহমান ও সমন্বয়কারী হাফেজা বুশরা এক যৌথ বিবৃতিতে ঢাকার ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযুক্ত শিক্ষিকাকে আইনের আওতায় আনার দাবি জানান।
নেত্রীদের বক্তব্য, হিজাব পরা একজন শিক্ষার্থীর ধর্মীয় ও সাংবিধানিক মৌলিক অধিকার। একজন শিক্ষিকার পক্ষ থেকে হিজাবকে কটাক্ষ, শিক্ষার্থীদের “জঙ্গি” সম্বোধন এবং অশালীন ভাষা ব্যবহার ফ্যাসিবাদি মানসিকতার পরিচায়ক। তারা বলেন, স্কুলের ড্রেস কোডের অজুহাতে ইসলামের ড্রেস কোড অবজ্ঞা করা ও শিক্ষার্থীদের কটাক্ষ করা ক্ষমার অযোগ্য অপরাধ।
নেত্রীদের আরও বক্তব্য, শিক্ষিকাকে উচিত ছিল শিক্ষার্থীদের শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া, অথচ তিনি ক্লাসে পাঠদানের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এ ধরনের ঘটনা যেন পুনরায় কোথাও না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এমএইচ/