খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বাদ এশা শাখা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য-আফ্রিকা জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার।
আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা কাজী গোফরান ও অন্যান্য নেতারা।
আরএইচ/