শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭


ইসলামী ছাত্র ফোরামের দাঈ সম্মেলন আজ বাদ জুমআ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আব্দুস সামাদ আজিজ (লালবাগ প্রতিনিধি)

আজ বাদ জুমআ রাজধানীর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ-এর “দাঈ সম্মেলন–২০২৫”। সম্মেলনে সভাপতিত্ব করবেন সংগঠনটির অভিভাবক প্যানেলের সদস্য মাওলানা মাহমুদুল হাসান আরাবী।

দলটির কেন্দ্রীয় সদস্য মাহাদি হাসান প্রস্তুতি সম্পর্কে আওয়ার ইসলামকে জানান,
“আলহামদুলিল্লাহ! সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোরামের সদস্যরা অংশগ্রহণের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।”

তিনি আরও জানান, দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট লেখক, গবেষক ও বরেণ্য চিন্তাবিদরা বক্তব্য রাখবেন।

সম্মেলন সফল করতে আহবায়ক প্যানেলের অন্যতম সদস্য রাকিব উদ্দিন রিয়াজ দেশবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ ইতোমধ্যে মুখর হয়ে উঠেছে ইসলামী ছাত্রদের পদচারণায়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ