দলের প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদি দেখভালের জন্য একটি প্রশিক্ষণ বিভাগীয় উপকমিটি করেছে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই উপকমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য এই উপকমিটি করা হয়েছে বলে জানানো হয়েছে।
উপকমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি হাফেজ মাওলানা নূরুল করীম আকরামকে। সদস্য সচিব করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।
এই উপকমিটির সদস্যরা হলেন মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা সগীর আহমদ চৌধুরী, মাওলানা রায়হান মুহাম্মদ ইবরাহীম, মুফতি আহমাদ আব্দুল জলিল, হোসাইন মুহাম্মদ কাওসার বাঙ্গালী, মুফতি মুহিব্বুল্লাহ কাজেমী, আ হ ম আলাউদ্দীন ও হোসাইন ইবনে সারোয়ার।
এনএইচ/