ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল, আল কারীম জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তাঁর অনেক গুণের কথা উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেছেন, তাঁর সবচেয়ে বড় গুণ ছিল তিনি অত্যন্ত দায়িত্বশীল ও ধৈর্যশীল ছিলেন।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানাজায় ইমামতি করেন পীর সাহেব চরমোনাই।
খন্দকার গোলাম মাওলার প্রশংসা করে পীর সাহেব চরমোনাই বলেন, তিনি এতো বড় দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোনো দিন রাগ তো দূরের কথা, কোনো অস্থিরতাও তার মধ্যে নজরে আসেনি।
পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ বলেছেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। কবির ভাষায়- ‘এমন জীবন করো হে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন’। আমাদের লাশও এভাবে একদিন সামনে আসবে। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, মানুষ মাত্রই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আল্লাহ মরহুম খন্দকার গোলাম মাওলাকে মাফ করে দিন।
প্রসঙ্গত, খন্দকার গোলাম মাওলা মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁকে বরিশালের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এনএইচ/