হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসেন গুরুতর অসুস্থ। তাঁকে খুলনা নগরীর আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ মে) পারিবারিক ও দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।
মাওলানা সাখাওয়াত হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং খুলনা মহানগরীর সভাপতি। আর খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির।
দেশের প্রবীণ এই আলেম রাজনীতিবিদ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা নিয়েছেন।
মাওলানা সাখাওয়াত হোসেনের জেষ্ঠপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
এমএইচ/