সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৪ আশ্বিন ১৪৩২ ।। ৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সমালোচনার মুখে নতুন লোগো সরালো জামায়াত শিক্ষকদের শূন্য পদের তালিকা চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩ ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত তিন দেশের কূটনীতিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিদ্যুৎস্পৃষ্টে হাফেজে কুরআনের মৃত্যু হাসপাতালে মাওলানা জুনায়েদ আল হাবীব, উপহার পাঠালেন তারেক রহমান ধর্ষণ-প্রতিবাদের আড়ালে ভারতীয় মদদপুষ্ট ইউপিডিএফের নাশকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের

পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা এসব তৎপরতায় চরমভাবে হুমকির মুখে পড়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। রাষ্ট্রের স্বার্থে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী  শান্তি প্রতিষ্ঠা ও দেশের অখণ্ডতা রক্ষায় সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধিসহ নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি।

নেতৃদ্বয় পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করার,সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করার,ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে আগত অবৈধ অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

তারা আরো বলেন, জমিয়ত মনে করে, দেশের অখণ্ডতা রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি জাতীয় কর্তব্য। অতএব, এ বিষয়ে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ